Posts

Showing posts from July, 2025
  কবিতা নয় তথ্যভান্ডার এ. কে. কামাল ১৪০০ কোটি বছরের বিশ্বজগতে ১৪০০ কোটি গ্যালাক্সি কেউ কি আমার সাজিয়ে দিবেন এলোমেলো লিখছি ------- মহান কুদরত তুমি রেখেছিলে আমায় তোমার নেহামতের স্থান বেহেস্তে, তোমার ইচ্ছায় মায়ের উদরে ফেলে দিলে বসতে। দশমাস দশদিন রেখে মা আনলেন তাঁর কোলে, কিছুই বুঝিনি আমি তোমার কুদরত আসলে। কত যন্ত্রণা দিয়েছি নাকি মাকে, খেয়েছি মায়ের বুক, তাকি আমার স্মরণ আছে? স্মরণ আছে কি দুধ? সেরাস্থান পৃথিবীর মায়ের কোল হাতপা নেড়ে খেলি, কী কষ্ট সেদিন পেয়েছিলেন মা বুঝিনি তখন আমি। শুধু মনে আছে মা যখন খেলতে পাঠালেন উন্মুক্ত মাঠে, হা-ডুডুসহ, ঘুড়ি উড়ানো, গোল্লাছুটের ডানপিঠে। মায়ের সাথে আত্মীয়ের বাড়ি, বাবার সাথে হাটে, ফের্ওিয়ালার আইস্ক্রীমসহ কত কিযে পেটে। পাড়া-মহল্লার অনুষ্ঠান আর স্কুল-কলেজের নাটক দেখবো, খেলবো, হাসবো শুধু এইতো সবার ছবক। শস্য-শ্যামল গাছপালা আর সবুজমাঠের চিরণি কমলা-লেবুর মতো শুধু এইতো মোদের ধরণী। বড় হয়ে বুঝলাম কিন্তু এটা নয় চিরস্থায়ী, মরতে হবে সবার একদিন যেতে হবে কবরে, ভালো-মন্দের বিচার হবে থাকতে হবে বেহেস্তে বা দোজগে। স্কুলেতে জানতে পারলাম নয়টি গ্রহের সৌরজগৎ, কেন্দ্রে আছে সূর্য...