Posts

  কবিতা নয় তথ্যভান্ডার এ. কে. কামাল ১৪০০ কোটি বছরের বিশ্বজগতে ১৪০০ কোটি গ্যালাক্সি কেউ কি আমার সাজিয়ে দিবেন এলোমেলো লিখছি ------- মহান কুদরত তুমি রেখেছিলে আমায় তোমার নেহামতের স্থান বেহেস্তে, তোমার ইচ্ছায় মায়ের উদরে ফেলে দিলে বসতে। দশমাস দশদিন রেখে মা আনলেন তাঁর কোলে, কিছুই বুঝিনি আমি তোমার কুদরত আসলে। কত যন্ত্রণা দিয়েছি নাকি মাকে, খেয়েছি মায়ের বুক, তাকি আমার স্মরণ আছে? স্মরণ আছে কি দুধ? সেরাস্থান পৃথিবীর মায়ের কোল হাতপা নেড়ে খেলি, কী কষ্ট সেদিন পেয়েছিলেন মা বুঝিনি তখন আমি। শুধু মনে আছে মা যখন খেলতে পাঠালেন উন্মুক্ত মাঠে, হা-ডুডুসহ, ঘুড়ি উড়ানো, গোল্লাছুটের ডানপিঠে। মায়ের সাথে আত্মীয়ের বাড়ি, বাবার সাথে হাটে, ফের্ওিয়ালার আইস্ক্রীমসহ কত কিযে পেটে। পাড়া-মহল্লার অনুষ্ঠান আর স্কুল-কলেজের নাটক দেখবো, খেলবো, হাসবো শুধু এইতো সবার ছবক। শস্য-শ্যামল গাছপালা আর সবুজমাঠের চিরণি কমলা-লেবুর মতো শুধু এইতো মোদের ধরণী। বড় হয়ে বুঝলাম কিন্তু এটা নয় চিরস্থায়ী, মরতে হবে সবার একদিন যেতে হবে কবরে, ভালো-মন্দের বিচার হবে থাকতে হবে বেহেস্তে বা দোজগে। স্কুলেতে জানতে পারলাম নয়টি গ্রহের সৌরজগৎ, কেন্দ্রে আছে সূর্য...

হামাস কী এবং কেন ইসরাইলের সাথে যুদ্ধ করছে

হামাস ২০০৭ সালের নির্বাচনে জয়ী হলেও তাদের পরো ফিলিস্তিনের ক্ষমতায় বসতে দেয়নি পশ্চিম তীর কেন্দ্রীক রাজনৈতিক দল ফাতাহ। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন দলটি মূলত ইসরাইল ও পশ্চিমা সমর্থিত। এরপর থেকে গাজা উপত্যকা শাসন করছে হামাস।   সংগঠনটির একটি সশস্ত্র শাখা রয়েছে এবং সর্বশেষ যুদ্ধ শুরুর আগ পর্যন্ত এর ৩০ হাজার যোদ্ধা ছিল বলে ধারণা করা হয়। ইসলামিক প্রতিরোধ আন্দোলন শীর্ষক এ দলটি একটি ইসলামী রাষ্ট্র গঠন করতে চায়। তাছাড়া হামাস ইসরাইলের অস্তিত্বের অধিকার প্রত্যাখ্যান করে এবং তার ‘ ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ’ । গত ৭ অক্টোবরের হামলার কারণ হিসেবে হামাস ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বছরের পর বছর ধরে ইসরাইলি অপরাধযজ্ঞকে দায়ী করেছে। অর্থাৎ তার প্রতিক্রিয়া হিসেবে তারা হামলাকে ন্যায্যতা দিয়েছে। হামলার কারণের মধ্যে রয়েছে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান অধিকৃত পূর্ব জেরুজালেমের আল - আকসা মসজিদ। কারণ ইসরাইলের দখলদারিত্ব থেকে আল - আকসা রক্ষা প্রতিজ্ঞাবদ্ধ হামাস ও ফিলিস্তিনিরা...